Thursday, August 29, 2019

বীরেন্দ্র চট্টোপাধ্যায়- কবির ধর্ম





কবির ধর্ম

প্রেম দিয়েইতো সব মানুষের জীবন শুরু হয় । কোথাও যদি আমাদের কবিতায় সেই পূর্বরাগের ছোঁয়া লাগেতাহলে জীবনের অন্য বিষন্ন অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করার আগেই প্রাণ ভরে প্রেমের গান গেয়ে নিই । তারপর তার পরেও কবিতার কথা থাকে – কোথায় চলেছ তুমি কত দূরে কিসের অন্বেষণে শুধু বেচে-বর্তে থাকাই তো শুধু একজন মানুষের অন্বিষ্ট নয় ।

নিজের ছোট্ট চিলেঘরটাতে বসে একতারা বাজিয়ে সারা জীবন প্রেম আর অপ্রেমের গান গাওয়া – তাও না । মানুষ কোন ঈস্বর – প্রেমিক – বৃক্ষ নয় সারা জীবন ধরে তাকে রাস্তার পর রাস্তা হাটতে  হয় । আর শুধুই কি রাস্তা হাঁটা অর্ধেক জীবন তো তার পায়ের নীচে কোন মাটি ই থাকেনা । তাহলে কি রকম রাস্তা একজন মানুষের একজন কবির তাই জানতেই তো আমাদের সারা জীবনের পরিশ্রম

সময় - স্বদেশ – মনুষ্যত্ব – কবি – কবিতা – কবিতার পাঠক কোথাও যদি একসূত্রে বাঁধা যেত ! হয়তো একদিন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ; আমরা সবাই মিলে পরিশুদ্ধ হব ।
           
      
মানুষের আশা অবিনাশী । চারিদিকের নরকের মধ্যেও মানুষ তাই স্বপ্ন দেখে । তখন স্বয়ং মৃত্যু এসেও যদি তার সামনে দাঁড়ায় – সে তাকে সহজে পথ ছেড়ে দেয় না – প্রশ্ন করে । 
প্রশ্নের উত্তর দেওয়া নয় প্রশ্ন করাটাই হয়তো কবির ধর্ম ।

(পুনঃপ্রকাশ)

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

সে চেয়েছিলো একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কী থাকতে পারে? ...

পাঠকের পছন্দ